সলিল দাশগুপ্ত স্মরণে গণনাট্য সংঘের অনুষ্ঠান

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুরপশ্চিম বর্ধমান জেলার অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গণনাট্য আন্দোলনের অন্যতম পুরোধা সদ্য প্রয়াত সলিল দাশগুপ্তের স্মরণে গত ১৬ জানুয়ারি ডিএসপি টাউনশিপের বিটি রনদিভে ভবন সংলগ্ন সভাগৃহে। শুরুতে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান এবং স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সবাই।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

সলিল দাশগুপ্তের জীবন এবং সাংস্কৃতিক অবদান নিয়ে আলোচনা করেন নীলকন্ঠ চট্টোপাধ্যায়, অরুনাভ দাসগুপ্ত, অভিজিৎ মিত্র, কানাই বিশ্বাস, সুখময় বসু প্রমুখ। রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি পরিবেশনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, সুমিতা রাহুত এবং ঋতুকণা ভৌমিক। কবিতা পাঠ করেন দীপক দেব এবং মৌসুমী চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারতীয় গণনাট্য সংঘের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি আশিসতরু চক্রবর্তী। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!