Accident News. নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতির গাড়ি ধাক্কা মারল রাস্তার ধারের বিদ্যুতের পোলে
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দ্রুত গতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল রাস্তার ধারের বিদ্যুতের পোলে। রবিবার বিকালে দুর্ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) দুর্গাপুরের বিধাননগর এলাকায়। দুর্গাপুর মহকুমা হাসপাতালের দিক থেকে ইন্দো আমেরিকান মোড়ের দিকে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। গাড়ির সামনের অংশ দুমড়ে যায়। বিদ্যুতের পোলে ধাক্কা মেরে গাড়িটি রাস্তার পাশের জঙ্গলে ঢুকে যায়। খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায় মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ। আসেন আশপাশের লোকজন। তবে দুর্ঘটনায় কেউ হতাহত না হওয়ায় স্বস্তির শ্বাস ফেলেন তাঁরা।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )


