ভেসে যাচ্ছে সার্ভিস রোড, ছুটে এলেন বিজ্ঞানীরা

ভেসে যাচ্ছে সার্ভিস রোড, ছুটে এলেন বিজ্ঞানীরা
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

জল বের করতে ডাক পড়ল সিএমইআরআইয়ের বিজ্ঞানীদের

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের মুচিপাড়া থেকে বাঁশকোপা যাওয়ার ১৯ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে জল জমে ছোট নদীর মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এতে সাধারণ মানুষ ও গাড়িচালকরা বিপাকে পড়ছেন। সিএমইআরআইয়ের বিজ্ঞানীরা জল কী করে বের করে দেওয়া যায়, মঙ্গলবার তা খতিয়ে দেখতে আসেন। সিএমইআরআইয়ের বিজ্ঞানী অবিনাশ কুমার যাদব জানান, প্রাথমিক পরিদর্শন হল। কী ভাবে সমস্যা মেটানো যায় দেখা যাচ্ছে।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

অভিযোগ, সার্ভিস রোডে প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে গাড়ির চালক থেকে সাধারণ মানুষদের। অভিজিৎ সরকার নামের স্থানীয় বাসিন্দা বলেন, “দুর্ঘটনা ঘটছে। আমার গাড়ি জলে ডুবে ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছে। এখন জলের দরে বিক্রি করতে হচ্ছে।” সিএমইআরআইয়ের বিজ্ঞানী অবিনাশ কুমার যাদব বলেন, “ঢাকা নর্দমা সাফ করার যন্ত্র তৈরি করেছে সিএমইআরআই। এখানে খোলা নর্দমা। কী ভাবে কাজ হবে তা খতিয়ে দেখা হল। আশা করি সমস্যা মিটে যাবে। নগর নিগম থেকে আমাদের বলা হয়েছিল। আমরা পরিদর্শনের রিপোর্ট দেব।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

জল বের করতে ডাক পড়ল সিএমইআরআইয়ের বিজ্ঞানীদের
জল বের করতে ডাক পড়ল সিএমইআরআইয়ের বিজ্ঞানীদের
সার্ভিস রোডে প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে গাড়ির চালক থেকে সাধারণ মানুষদের। অভিজিৎ সরকার নামের স্থানীয় বাসিন্দা বলেন, "আমার গাড়ি জলে ডুবে ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছে। এখন জলের দরে বিক্রি করতে হচ্ছে।"
Published By
error: Content is protected !!