মামড়া বাজারে ডবল লেনের রাস্তা তৈরি করছে এডিডিএ
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের মামড়া বাজারে রাস্তার সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস হল শনিবার। অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের গ্রামোন্নয়ন, পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর পুর নিগমের প্রশাসকমন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা, ২৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর লাভলী রায় প্রমুখ।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
রাস্তার দৈর্ঘ্য প্রায় ২.৬ কিমি। সম্প্রসারণ প্রকল্পে ব্যয় হবে প্রায় ১০ কোটি টাকা। বাজেট তার থেকে বাড়তেও পারে বলে জানিয়েছেন চেয়ারম্যান কবি দত্ত। মামড়া বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক অভিজিৎ হালদার দাবি করেন, এই রাস্তা সম্প্রসারণ করতে গিয়ে যে সমস্ত ব্যবসায়ীর দোকান ভাঙ্গা পড়বে তাদের এডিডিএ কর্তৃপক্ষ ব্যবস্থা করে দেবেন। রাস্তার সঙ্গে ড্রেন এবং বাজার করতে আসা ক্রেতাদের জন্য পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )


