দুর্গাপুরে জহরলাল নেহেরু রোডে ভয়াবহ দুর্ঘটনা
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয় থেকে ভগৎ সিং যাওয়ার রাস্তায় ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক আচমকা ধাক্কা মারে এক বাইক আরোহীকে। মুহূর্তের মধ্যে বাইকটি ট্রাকের চাকায় চলে গেলেও কপাল জোরে প্রাণে বেঁচে যান চালক কাজল মুখোপাধ্যায়, পেশায় অনলাইন সংস্থার কর্মী, দুর্গাপুরের আমরাই এলাকার বাসিন্দা। রাস্তায় ভিড় জমে যায়, যান চলাচল থমকে যায়। নিউ টাউনশিপ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

দুর্গাপুরে জহরলাল নেহেরু রোডে ভয়াবহ দুর্ঘটনা
বাইকটি ট্রাকের চাকায় চলে গেলেও কপাল জোরে প্রাণে বেঁচে যান চালক কাজল মুখোপাধ্যায়, পেশায় অনলাইন সংস্থার কর্মী, দুর্গাপুরের আমরাই এলাকার বাসিন্দা।
Published By
Arpita Majumder


