বাসের ছাদে যাত্রী পরিবহন! প্রশাসনের নাকের ডগায় চলছে বিপজ্জনক যাত্রা

বাসের ছাদে যাত্রী পরিবহন! প্রশাসনের নাকের ডগায় চলছে বিপজ্জনক যাত্রা
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

ফের অভিযান শুরু করবে ট্রাফিক বিভাগ

সুজয় ভট্টাচার্য, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বহু বছর আগে প্রশাসনের কঠোর পদক্ষেপে বন্ধ হয়েছিল বাসের ছাদে যাত্রী পরিবহন। বাস মালিকদের নির্দেশ দেওয়া হয়েছিল ছাদে ওঠার সিঁড়ি কেটে ফেলার। কিন্তু সময়ের সঙ্গে ফের সেই নিয়ম ভাঙার ছবি স্পষ্ট পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে। শহর থেকে বাঁকুড়া ও বিষ্ণুপুরগামী বেশ কয়েকটি বেসরকারি বাসে ছাদে যাত্রী পরিবহনের ছবি নজরে এসেছে।

সূত্রের খবর, সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পরেই চোখে পড়ছে এই ছবি। স্ট্যান্ডের বাইরে থেকেই যাত্রীদের ছাদে তোলা হয়। এমনকি দুর্গাপুর স্টেশন বাসস্ট্যান্ডেও দেখা গিয়েছে ছাদে যাত্রী বোঝাই বাস। বাসচালক আব্দুল করিম মণ্ডল বলেন, “যারা ছাদে ওঠে, তারা বেশিরভাগই দিনমজুর। ওদের পেটের দায়ে দুর্গাপুরে আসতে হয়। ভেতরে উঠলে ভাড়া বেশি, তাই ছাদে চড়ে আসে। আমরা বারবার বারণ করি, কিন্তু তারা শোনে না।”

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

বাস কন্ডাক্টার শ্যামসুন্দর ভুঁই এর দাবি, “প্রশাসনের নিষেধ আছে। কিন্তু যাত্রীদের না তুললে আমাদেরই ঝামেলা হয়। গালাগাল, মারধর — এমনকি বাস বন্ধ করে দেওয়ার হুমকিও দেয় কিছু যাত্রী।” ছাদের যাত্রী জাহিরাজ মল্লিক বলেন, “আমরা গরিব মানুষ। পেটের দায়ে দু’পয়সা বাঁচাতে ছাদে চড়ি। কন্ডাক্টার নিষেধ করলেও আমরা উঠি। কারণ ভেতরের বেশি ভাড়া আমরা দিতে পারি না।” এ বিষয়ে দুর্গাপুরের এসিপি (ট্রাফিক) রাজকুমার মালাকার জানান, ট্রাফিক আধিকারিকদের সতর্ক করা হবে যাতে বাসের ছাদে আর যাত্রী পরিবহন না হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Published By
error: Content is protected !!