‘খান্দরা টু কেদারনাথ’, মহাদেবের দর্শন পেতে ১৭০০ কিলোমিটার পথ হাঁটছেন বাবন

‘খান্দরা টু কেদারনাথ’, মহাদেবের দর্শন পেতে ১৭০০ কিলোমিটার পথ হাঁটছেন বাবন
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বাবন বাউড়ি। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার অন্ডালের খান্দরা গ্রামের এক যুবক। বুকভরা বিশ্বাস, চোখভরা স্বপ্ন আর অন্তরে মহাদেবের প্রতি অপরিসীম টান নিয়ে তিনি পা বাড়িয়েছেন কেদারনাথের পথে। গেঞ্জিতে বড় বড় অক্ষরে লেখা, ‘খান্দরা টু কেদারনাথ’। যেন শরীরেই আঁকা তাঁর প্রতিজ্ঞার ঘোষণা। ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে তাঁর পদযাত্রা শুরু হয়েছে। দূরত্ব প্রায় ১৭০০ কিলোমিটার। প্রতিদিন ঠিক করেছেন অন্তত ৫০ কিলোমিটার হাঁটবেন।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

বৃষ্টির জলের ঝাপটায় ভিজে যাচ্ছে শরীর, পায়ে কাদামাটি, তাঁর কোনও ভ্রুক্ষেপ নেই। পথের ক্লান্তির কাছে হার মানতে নারাজ বাবন। তিনি জানেন এই যাত্রা এক আত্মিক সাধনার প্রতীক। খান্দরা থেকে কেদারনাথ, এ যেন ভক্তির সেতুবন্ধন। গ্রামের মানুষ তাঁকে আশীর্বাদ করছেন, আবার কেউ কেউ অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছেন। বাবন বলে, “মহাদেব ডাকছেন, আমি যাচ্ছি।” বৃষ্টিভেজা রাস্তায় তাঁর প্রতিটি পদক্ষেপ যেন ভক্তির সুর তুলছে। তিনি জানান, ভোরের আলো ফুটতেই তিনি হাঁটা শুরু করে দেন। রাতে ক্লান্ত শরীরে বিশ্রাম নেন। তবে বুকের ভেতর সব সময় জ্বলতে থাকে মহাদেবের কাছে পৌঁছে যাওয়ার উদ্যোম। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

'খান্দরা টু কেদারনাথ', মহাদেবের দর্শন পেতে ১৭০০ কিলোমিটার পথ হাঁটছেন বাবন
'খান্দরা টু কেদারনাথ', মহাদেবের দর্শন পেতে ১৭০০ কিলোমিটার পথ হাঁটছেন বাবন
১৯ নম্বর জাতীয় সড়ক ধরে তাঁর পদযাত্রা শুরু হয়েছে। দূরত্ব প্রায় ১৭০০ কিলোমিটার। প্রতিদিন ঠিক করেছেন অন্তত ৫০ কিলোমিটার হাঁটবেন।
Published By

আরও খবর

error: Content is protected !!