পান্ডবেশ্বরের পার্কে উদ্ধার কঙ্কাল কি সাড়ে চার মাস আগে নিখোঁজ যমজ বোনের?
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) পান্ডবেশ্বরের দুই শিশু কন্যা ২০২৪ সালের ১ ডিসেম্বর নিখোঁজ হয়। সেদিন সকালে খেলতে বের হয়ে চতুর্থ শ্রেণীর যমজ দুই বোন নিখোঁজ হয়ে যায়। আর তাদের কোনও হদিস পাওয়া যায়নি। সাড়ে চার মাস ধরে নানা ভাবে খোঁজ করেছে পুলিশ। কিন্তু নিখোঁজ ৯ বছরের স্নেহা ও স্নিগ্ধা বাউরীর খোঁজ আর মেলেনি।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
শনিবার বিকেলে পান্ডবেশ্বরের একটি পার্কে কঙ্কালের অংশ উদ্ধার হয়। শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেখানে পড়েছিল যমজ বোনের জুতো ও জ্যাকেট। পরিবারের লোকজন সেগুলি সনাক্ত করেন। তবে পুলিশ জানিয়েছে, এই কঙ্কাল কার তা ডিএনএ টেস্টের পরেই বোঝা যাবে। প্রশ্ন উঠছে এই কঙ্কাল কি তাহলে ওই যমজ বোনেরই? ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার (পূর্ব) পিভিজি সতীশ পশুমার্থী টেলিফোনে বলেন, “দুটি কঙ্কাল উদ্ধার হয়েছে। তবে এই কঙ্কালগুলি কার তা জানা যায়নি। ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )


