এনআইটিতে এলেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ

এনআইটিতে এলেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ। তিনি বলেন, দীক্ষা নেওয়ার জন্য কাউকে জোর করা হয় না। যাঁদের অন্তরে ইচ্ছা জাগে, যাদের মনে ভক্তি থাকে, তাঁরাই দীক্ষা গ্রহণ করেন। সনাতনী প্রচারের প্রয়োজনীয়তা প্রসঙ্গে তিনি জানান, জাতীয় ভাবে প্রয়োজন। কারণ গুরুকুলের শিক্ষা ব্যবস্থা ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজকের দিনে কতজন সনাতন নীতি জানেন? আর যাঁরা জানেন, অবশ্যই তাঁদের প্রভাব সমাজে পড়ে। তাঁর মতে, সৃষ্টি, স্থিতি, সংহার, নিগ্রহ ও অনুগ্রহের মতো গভীর জ্ঞান শাস্ত্রীয় ঐতিহ্যের ব্যাখ্যা না শুনে বা গ্রন্থ না পড়ে বোঝা যায় না। তিনি জানান, সুসংস্কৃত, সুশিক্ষিত, সুরক্ষিত, সমৃদ্ধ, সেবাপরায়ণ, সুস্থ এবং সকলের জন্য উপকারী ব্যক্তি ও সমাজ গঠনই হওয়া উচিত রাজনীতির মূল উদ্দেশ্য। রাজনীতির নামে উন্মাদনা ছড়ানো নয়, বরং সমাজকে গড়ে তোলাই রাজনীতির প্রকৃত কাজ হওয়া উচিত।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

 (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

এনআইটিতে এলেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ
এনআইটিতে এলেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ
তিনি জানান, সুসংস্কৃত, সুশিক্ষিত, সুরক্ষিত, সমৃদ্ধ, সেবাপরায়ণ, সুস্থ এবং সকলের জন্য উপকারী ব্যক্তি ও সমাজ গঠনই হওয়া উচিত রাজনীতির মূল উদ্দেশ্য।
Published By
error: Content is protected !!