বাঁকুড়ায় সর্বাধিক ৪৫৯০ কোটি বিনিয়োগ!
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্পে (MSME) নতুন দিশা দেখাতে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া– এই চার জেলার শিল্পোদ্যোগীদের সঙ্গে সরাসরি সমন্বয় করতে শুক্রবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল সিনার্জি সম্মেলন। আগামী এক থেকে দেড় বছরের মধ্যেই এই চার জেলায় প্রায় ৫৬০০ কোটি টাকার বিনিয়োগ সম্ভব বলে আশাবাদী দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। এতে ১৮–২০ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে বলেও জানিয়েছে দফতর।
দফতরের প্রধান সচিব ও রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পান্ডে জানান, দেশে এমএসএমই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ শীর্ষস্থানীয়— রাজ্যে রয়েছে প্রায় ৯০ লক্ষ ইউনিট এবং কর্মসংস্থান হয়েছে ১.৩ কোটির বেশি। গত পাঁচ বছরে ব্যাঙ্কগুলি এমএসএমই সেক্টরে দিয়েছে সাড়ে ৬ লক্ষ কোটি টাকা ঋণ, গত বছরই দেওয়া হয়েছে ১.৮৭ লক্ষ কোটি টাকা, যা এ বছর ছাড়িয়ে যেতে পারে ২ লক্ষ কোটি। রাজ্যের বিভিন্ন জেলায় সিনার্জি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যা চলবে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত।
চার জেলায় সম্ভাব্য বিনিয়োগের হিসেব তুলে ধরেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ—
শিল্পের প্রয়োজনীয় সব অনুমোদন ও পরিষেবা দ্রুত করতে বিভিন্ন সরকারি দফতরের হেল্প ডেস্ক খোলা হয়েছিল। সম্মেলনে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, চার জেলার জেলা পরিষদের সভাধিপতি, জেলাশাসক, ADDA-র চেয়ারম্যান কবি দত্ত, BDA-র চেয়ারম্যান উজ্জ্বল প্রামানিক সহ অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন। কয়েকজন শিল্পোদ্যোগীর হাতে ব্যাঙ্ক ঋণও তুলে দেওয়া হয়। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, “অনেকে কীভাবে শুরু করবেন বুঝতে পারেন না। সিনার্জি সেই পথ দেখায়। এখন ব্লক স্তরেও এর প্রভাব পৌঁছে গেছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
Published By
Arpita Majumder