দুর্গাপুরের প্রডিউসার, দুর্গাপুরেই শুটিং, বাংলা মাতাচ্ছে পুজোর নতুন মিউজিক ভিডিও- ‘#PUJO’!

দুর্গাপুরের প্রডিউসার, দুর্গাপুরেই শুটিং, বাংলা মাতাচ্ছে পুজোর নতুন মিউজিক ভিডিও- ‘#PUJO’!
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

নীল ভট্টাচার্যের কণ্ঠে পুজোর নতুন হিট গান ‘হ্যাশট্যাগ পুজো’

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পুজোর গান বাঙালির বরাবরের ঐতিহ্য। সময়ের সঙ্গে সঙ্গে গানের ধারা বদলেছে। কিন্তু পুজো মানেই যেমন বাঙালির কাছে নতুন জামাকাপড়, শারদীয়া পত্রিকা, তেমনই পুজো মানে নতুন গান, এই ধারণার কোনও পরিবর্তন আজও হয়নি। এবার দুর্গাপুজোয় সারা বাংলা মাতাচ্ছে দুর্গাপুরে তৈরি একটি পুজোর মিউজিক ভিডিও। দুর্গাপুরের প্রডিউসার, দুর্গাপুরেই শুটিং।

অভিনেতা নীল ভট্টাচার্যর কণ্ঠে প্রথম গান ‘হ্যাশট্যাগ পুজো’। এই মিউজিক ভিডিও তৈরি করার সময় মাথায় রাখা হয়েছে মিলেনিয়াল ও জেনজ়িদের কথা। বাংলা গানে তাদেরকেও মাতিয়ে তোলা সম্ভব, কার্যত তা সম্ভব করে তুলেছে এই মিউজিক ভিডিও। পুজোয় জেনজ়িদের মনের মতো গান উপহার দিয়েছেন এই অভিনেতা। নীল বলেন, “সবচেয়ে বড় চমক, এই মিউজিক ভিডিওয় আমি নিজেই গান গেয়েছি।

দুর্গাপুরে এই গানের শুটিং হয়েছে। শুটিং হয়েছে প্রডিউসার তথা মিশন হাসপাতালের চেয়ারম্যান ডা. সত্যজিৎ বোসের বাড়িতে। নীল বলেন, “শুটিংয়ের অভিজ্ঞতা মনে রাখার মতো।” প্রডিউসার ডা. সত্যজিৎ বোস বলেন, “জেনজ়ি থেকে মিলেনিয়াল, এবারের পুজোয়া  ‘হ্যাশ ট্যাগ পুজো সকলের পছন্দের গান হয়ে উঠছে।” এই গানের সুরকার সঙ্গীত পরিচালক গ্রুভ ভাই। তিনি বলেন, “আধুনিকতা এবং আবেগ মিলে গিয়েছে এই গানে। এই গানে আন্তর্জাতিক পপের ছোঁয়া রয়েছে। এবারের পুজোয় তরুণ প্রজন্মের মূল আকর্ষণ, ‘হ্যাশট্যাগ পুজো’।”

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!