মুর্শিদাবাদে ভোটে হিংসার বলি আরও ১

দুর্গাপুর দর্পণ, মুর্শিদাবাদ, ১৪ জুলাই ২০২৩: মুর্শিদাবাদে ভোটে হিংসার বলি আরও ১। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) দিন মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জে হামলায় জখম হন তৃণমূল কর্মী সইবুর শেখ। কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার ভোরে তাঁর মৃত্য়ু হয়। এখন পর্যন্ত মুর্শিদাবাদে পঞ্চায়েত ভোটে মোট ৭ জনের মৃত্যু হল বলে জানা গিয়েছে।
শনিবার চরবাজিতপুর গ্রামের বাসিন্দা সইবুর দাদা মইদুলের সঙ্গে ভোট দিতে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় দুষ্কৃতীরা তাঁদের ঘিরে ধরে হামলা চালায়। তৃণমূলের ৭জন কর্মী জখম হন। আশঙ্কাজনক অবস্থায় মইদুল ও সইবুরকে কলকাতায় ভর্তি করা হয়। সোমবার মৃত্যু হয় মইদুলের। এবার শুক্রবার ভোরে মারা গেলেন সইবুর। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।