
দুর্গাপুর: কুয়াশা ঘেরা শীতের সকালে ২৫ জানুয়ারি পরিবেশ বান্ধব রোড রান হয়ে গেল দুর্গাপুরে। দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এসোসিয়েশন এবং দুর্গাপুর রেফারি এসোসিয়েশনের সহযোগিতায় এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ডিএসএমএস কলেজ ক্যাম্পাস থেকে এই ম্যারাথন দৌড় শুরু হয় এবং এখানেই শেষ হয়। এবার এই ম্যারাথন তৃতীয় বর্ষে পদার্পণ করল। ‘পলিউশন ফ্রি, সলিউশন ট্রি’ বার্তা নিয়ে শহর দুর্গাপুরকে দূষণমুক্ত করার জন্য সচেতনতা বৃদ্ধির জন্য এই ম্যারাথনের আয়োজন করা হয়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
পুরুষ ও মহিলা উভয়েই ১০ কিলোমিটার রোড রানে অংশগ্রহণ করেন। দুই বিভাগেই প্রথম স্থানাধিকারীকে ৩০ হাজার টাকা, দ্বিতীয় স্থানাধিকারীকে ২৪ হাজার টাকা, তৃতীয় স্থানাধিকারীকে ১৮ হাজার টাকা, চতুর্থ স্থানাধিকারীকে ১২ হাজার টাকা এবং ২ হাজার টাকা করে ১২ জনকে পুরস্কার দেওয়া হয়েছে। মোট ২ লক্ষ টাকা পুরস্কার মূল্যের পাশাপাশি প্রতিটি অংশগ্রহণকারীদের জন্য থাকছে সার্টিফিকেট, মেডেল ও টি শার্ট। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
