September 29, 2023

তবরেজ আনসারি গণপিটুনি মামলায় ১০ জনকে ১০ বছরের কারাদণ্ড

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৫ জুলাই ২০২৩: তবরেজ আনসারি (Tabrez Ansari) গণপিটুনির (Mob Lynching) ঘটনার কথা মনে আছে?  মামলায় ১০ জনকে ১০ বছরের কারাদণ্ড দিল আদালত। ২০১৯ সালের ১৭ জুন ঝাড়খণ্ডের (Jharkhand) সেরাইকেলা থানার ধাতকিদিহি গ্রামে বাইক চুরির সন্দেহে রড দিয়ে পিটিয়ে মারা হয় তবরেজকে।

পুণেতে শ্রমিকের কাজ করতেন তবরেজ। ইদ উপলক্ষে বাড়ি ফিরেছিলেন। তখনই ঘটনাটি ঘটে। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই মামলায় ২৭ জুন ১০ জনকে দোষী সাব্যস্ত করা হয়। দোষীরা হল প্রকাশ মণ্ডল ওরফে পাপ্পু মণ্ডল, ভিম সিংহ মুণ্ডা, কমল মাহাতো, মদন নায়াক, অতুল মাহালি, সুনামো প্রধান, বিক্রম মণ্ডল, চামু নায়াক, প্রেমচাঁদ মাহালি, মহেশ মাহালি।

তাদের সবার ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। সঙ্গে ১৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। বিচার চলাকালীন এক অভিযুক্তের মৃত্যু হয়। দু’জন প্রমাণের অভাবে বেকসুর খালাস হয়ে যান। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

 

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: