September 28, 2023

মুসলমান মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ১০০০ টাকা দেওয়ার প্রস্তাব দিলেন বিধায়ক হুমায়ুন

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৮ জুলাই ২০২৩: ডেবরার বিধায়ক হুমায়ুনের প্রশ্নের মুখে শুক্রবার বিধানসভার অধিবেশনে হুলস্থুল। তিনি প্রশ্নোত্তর পর্বে জানতে চান, তফসিলি জাতি এবং উপজাতি মহিলাদের মতো মুসলমান মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ১০০০ টাকা দেওয়া হবে কি? আর এই প্রশ্নেই অস্বস্তিতে পড়ে যান অধিবেশনে উপস্থিত শাসকদলের মন্ত্রী এবং বিধায়কেরা। যদিও এই প্রশ্নের জবাব দেন রাজ্যের শিল্প বাণিজ্য তথা নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা।

হুমায়ুন বলেন,‘‘মুসলমান মহিলাদের অবস্থা আর্থিক ভাবে ভাল না।”  তাঁরা  জানান, ‘আমরা তো ভোট দিই। আমরা ৫০০ টাকা পাচ্ছি, ওরা (তফসিলি জাতি ও তফসিলি উপজাতি সম্প্রদায়ের মহিলারা) ১০০০ টাকা পাচ্ছে।’ তাদেরও যদি হাজার টাকা দেওয়া যায়, এই নিয়ে প্রশ্ন করেন। উত্তরে মন্ত্রী শশী বলেন, “ধর্মীয় ভাবে এটা করা হয় না। এটা প্রান্তিক মানুষদের জন্য মুখ্যমন্ত্রী শুরু করেছেন। এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তার সংখ্যা ১ কোটি ৯৮ লক্ষ ৩৭ হাজার ৩৩ জন।”

 

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: