অবসরের আগেই সরিয়ে দেওয়া হয়েছে সেলের ১১ অফিসারকে, প্রতিবাদে শুরু অফিসারদের আন্দোলন

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: অবসরের আগেই সরিয়ে দেওয়া হয়েছে সেলের ১১ অফিসারকে। প্রতিবাদে আন্দোলন শুরু করেছে অফিসার্স অ্যাসোসিয়েশন। দেশের সব রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানার পাশাপাশি পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিএসপিতে-ও আন্দোলন করছেন তাঁরা। উৎপাদন ব্যহত না করে কালো ব্যাজ পরে প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।
অভিযোগ, ১১ জন আধিকারিককে আগাম নোটিশ ছাড়াই অবসরের নির্দিষ্ট সময়ের আগেই অবসর নিতে বাধ্য করা হয়। স্টিল এক্সিকিউটিভ ফেডারেশন অফ ইন্ডিয়ার (সেফি) সর্বভারতীয় সাধারণ সম্পাদক সঞ্জয় আরিয়া জানান, দেশের সবকটি রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানার সর্বভারতীয় সংগঠন প্রতিবাদ জানাচ্ছে। সকাল থেকে ভিলাই ইস্পাত কারখানা, দুর্গাপুর ইস্পাত কারখানা, মিশ্র ইস্পাত কারখানা, ইস্কো বার্নপুর কারখানা, রাউরকেল্লা ইস্পাত কারখানা, সালেম ইস্পাত কারখানা, বোকারো ইস্পাত কারখানার সেফির সদস্য আধিকারিকরা শান্তিপূর্ণ আন্দোলনে সামিল হয়েছেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
সঞ্জয় আরিয়া জানান, আধিকারিকদের দ্রুত ফিরিয়ে নেওয়া হোক। সিদ্ধান্ত পুনর্বিবেচনার পাশাপাশি ইস্পাত মন্ত্রণালয়ের কাছে নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়েছে। ভবিষ্যতে সম্মানজনকভাবে আধিকারিকদের প্রতি ন্যায় বিচার প্রত্যাশা দাবি করা হচ্ছে। দুর্গাপুর অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তমাল ভট্টাচার্য বলেন, “আশা করি কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রণালয় আমাদের এই দাবি যথার্থ বিচার করবেন। কারণ দেশের ইস্পাত শিল্পের অগ্রগতিতে সব আধিকারিকদের সদর্থক ভূমিকা থাকে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।