পাকিস্তানে তুষার ধসে শিশুসহ ১১ জনের মৃত্যু

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৮ মে ২০২৩: পাকিস্তানে (Pakistan) ভয়াবহ তুষার ধসে (avalanche) শিশুসহ কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। বরফের নিচে চাপা পড়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মৃতদের মধ্যে তিন মহিলা রয়েছে। ১৫ টি গবাদি পশুও মারা গিয়েছে। পাকিস্তানের গিলগিট বালটিস্তান প্রদেশে আচমকা ধস নামে।
বরফের চাই ভেঙে পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে তা নিচের দিকে নেমে আসে। তাতেই চাপা পড়ে যান স্থানীয়রা। প্রশাসনের পাশাপাশি এলাকার বাসিন্দারাও বরফে চাপা পড়ে যাওয়া মানুষদের উদ্ধার কাজে নেমেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দুর্ভাগ্যজনক এই ঘটনা ঘটেছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।