ডুলি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যা, ৩ ঘন্টা পরে উদ্ধার
দুর্গাপুর দর্পণ, অন্ডাল, ২৩ জুলাই ২০২৪: বয়লার বিকল হওয়ায় খনির নিচে আটকে গেলেন ১১২ জন খনি কর্মী। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডাল থানার ছোড়া ৭/৯ পিট কোলিয়ারির ঘটনা। বয়লার খারাপ হয়ে যাওয়ায় ডুলি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উপরে উঠতে পারেননি খনি কর্মীরা। নিচেই আটকে থাকেন তাঁরা। প্রায় ৩ ঘন্টা পরে তাঁদের শেষ পর্যন্ত উপরে তুলে আনা সম্ভব হয়।
মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটে। বিকল হয়ে যায় বয়লার। ফলে ডুলি চলাচল বন্ধ হয়ে পড়ে। নিচ থেকে খনি কর্মীদের উপরে তুলে আনার প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন কোলিয়ারির ম্যানেজার বলবন্ত সিং। শেষ পর্যন্ত বয়লারের স্টিম ঠিক করে খনিগর্ভ থেকে সুস্থ অবস্থায় ১১২ জন শ্রমিককেই উপরে নিয়ে আসা সম্ভব হয়। তবে এই ঘটনায় ফের একবার খনির নিরাপত্তা বড়সড় প্রশ্ন উঠে গেল।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
উপরে উঠে আসার পরে খনি কর্মীরা কোলিয়ারি কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। যদিও কোলিয়ারির ম্যানেজার বলবন্ত সিং বলেন, কর্তৃপক্ষের কোনও গাফিলতি নয় এটা। বয়লারের স্টিম ইনজেকশন যন্ত্রাংশের সমস্যা দেখা দিয়েছিল। তাই খনির নিচে থেকে শ্রমিকদের তোলা সঠিক সময়ে সম্ভব হয়নি। বিকল্প বয়লার ঠিক করে তাতে স্টিম আনতে চার ঘন্টা সময় লাগে। তাই বিকল বয়লার মেরামত করেই খনি কর্মীদের খনির নিচে থেকে সুস্থ ভাবে উপরে তোলা হয়। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।