দুর্গাপুর দর্পণ, কাঁকসা, ৬ মার্চ ২০২৪: লোকসভা ভোটের প্রাক্কালে মারা গেলেন পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসার সরস্বতী গঞ্জের ১১৪ বছরের প্রবীণ হারাধন সাহা। ২০১৯ সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনে বুথে গিয়ে তিনি ভোট দিয়ে আসতেন। সংবাদমাধ্যমের সামনে ভোটদানের গুরুত্ব, গণতন্ত্রের জয়গান করতেন। এবারের লোকসভা নির্বাচন থেকে সেই দৃশ্য আর দেখা যাবে না।
ভোটার কার্ড হিসাবে হারাধন সাহার বয়স ১০৫ বছর। কিন্তু পরিবারের দাবি বয়স ১১৪ বছর। নাতি নিত্যানন্দের হাত ধরে পাড়ার প্রাথমিক স্কুলের বুথে ভোট দিতে গিয়েছিলেন ২০১৯ সালের লোকসভা নির্বাচনে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে আর বুথে যেতে পারেননি। ভোট দেন পোস্টাল ব্যালটে। তবে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে ফের তিনি সশরীরে পৌঁছে গিয়েছিলেন বুথে।
পরিবার সূত্রে জানা যায়, কয়েক মাস ধরেই বার্ধক্য জনিত সমস্যা বাড়ছিল। বুধবার সন্ধ্যা ৭টা ৫মিনিটে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শোকের ছায়া নেমে আসে এলাকায়। নাতি নিত্যানন্দ জানান, দাদু তাঁকে খুব ভালোবাসতেন। দাদুর সঙ্গে একসাথে স্বাধীনতা দিবসের দিনে জাতীয় পতাকা ওড়াতেন। তিনি বলেন, ‘‘ভোট দিতেও যেতেন আমার হাত ধরে। দাদু ছেড়ে চলে যাওয়ায় বড়ই একা হয়ে পড়লাম।’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।