দুর্গাপুর দর্পণ, আউশগ্রাম, ২৮ ডিসেম্বর ২০২১: রাস্তা নির্মাণের জন্য জমি দান করলেন গ্রামের বাসিন্দারাই। আউশগ্রাম ২ ব্লকের রামনগর পঞ্চায়েতের পুবার গ্রামের ১২ জন চাষী নিজেদের জমির অংশ দান করেছেন রাস্তার জন্য। চাষীরা শুধু জমি দান করছেন তাই নয় ট্রাক্টরে করে মাটি এনে রাস্তা নির্মাণের কাজেও সাহায্য করছেন। তাঁদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে রামনগর গ্রাম পঞ্চায়েত।
জমিদাতাদের অন্যতম জাকির হোসেন মন্ডল বলেন, ‘‘গ্রাম থেকে রাজবাঁধ যাওয়ার রাস্তা প্রায় ২ হাজার ফুট। আলপথ ধরে এই পথে যেতে হয়। ১২ জন চাষী জমি দেওয়ায় পথ চওড়া হবে। গ্রামের সকলের কথা ভেবেই আমরা এই উদ্যোগ নিয়েছি।’’
রামনগর গ্রাম পঞ্চায়েত প্রধান সুকুমার আকুঁড়ে জানান, ওই রাস্তা যাতে কংক্রিটের করে দেওয়া যায় পঞ্চায়েতের তরফ থেকে সেই উদ্যোগ নেওয়া হবে।