মায়ের সামনেই মেয়েকে কুপিয়ে খুন করল ‘প্রেমিক’

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৭ আগস্ট ২০২৩: মায়ের সামনেই মেয়েকে কুপিয়ে খুন (Brutal Murder) করল ‘প্রেমিক’। মহারাষ্টের (Maharashtra) থানের এক ১২ বছরের কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়েছিল ২০ বছরের আদিত্য কাম্বলে। ওই কিশোরী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। তা সত্বেও নিজেকে ওই কিশোরীর প্রেমিক বলে দাবি করত সে।
অভিযোগ, ক্রমাগত কিশোরীকে সে উত্যক্ত করত। বুধবার সন্ধ্যায় সে কিশোরীর বাড়ির সামনে অপেক্ষা করছিল। কোচিং সেন্টার থেকে কিশোরী মায়ের সঙ্গে ফেরার সময় পথ আটকায় সে। এরপরেই আচমকা ছুরি দিয়ে কিশোরীকে এলোপাথাড়ি কোপাতে থাকে। আশপাশের লোকজন ছুটে এলে সে পালায়।
কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। এদিকে অভিযুক্ত যুবক ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। বর্তমানে হাসপাতালে সে চিকিৎসাধীন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাকে পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।