দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৫ মার্চ ২০২৪: ভোট আসতেই ফের দলবদল শুরু হয়ে গেল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের পান্ডবেশ্বরে। মঙ্গলবার আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার হাত ধরে দেড়শো জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন। ফুলবাগান মোড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় এই যোগদান কর্মসূচিটি হয়। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, ব্লক সভাপতি কিরিটি মুখার্জি সহ অন্যান্যরা।
যোগদান প্রসঙ্গে বিজেপি নেতা সঞ্জয় চক্রবর্তী বলেন, বিজেপির সংগঠনে ঘুন ধরেছে। আমরা দিদির আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগদান করলাম। যোগদান প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, তৃণমূলের নব জোয়ারের সাথে সাথে পান্ডবেশ্বরে উন্নয়নের জোয়ার চলছে। তাই এই বিজেপি কর্মীরা তৃণমূলে যোগদান করলেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।