দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৬ সেপ্টেম্বর ২০২৩: শুক্রবার গভীর রাতে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার দুর্গাপুর স্টেশন বাসস্ট্যান্ড থেকে মাদক পাচারের অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। শনিবার তাদের আসানসোল জেলা আদালতে পাঠানো হয়।
শুক্রবার গভীর রাতে বাস স্ট্যান্ড থেকে সাড়ে পাঁচশো গ্রাম ব্রাউন সুগার সহ তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত হাসিবুল শেখ ও বদরুদ্দিন শেখের বাড়ি নদিয়ার কালিয়াগঞ্জে। তারা ঝাড়খণ্ডের বোকারো থেকে ব্রাউন সুগার নিয়ে নদীয়ায় যাচ্ছিল বলে গোপন সূত্রে খবর পায় এসটিএফ। দুই যুবককে গ্রেফতার করা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।