
দুর্গাপুর: অপহরণকারীদের আগ্নেয়াস্ত্র সরবরাহের অভিযোগে অন্ডাল থানার কাজোরা থেকে গ্রেফতার করা হয়েছে দুই জনকে। সোমবার রাতে অন্ডাল থানার কাজোরা থেকে শিবদানি মোদি ও অশোক রবিদাসকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মঙ্গলবার দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক জামিন না মঞ্জুর করে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
কাঁকসা থানার বিরুডিহার বাসিন্দা পাথর ব্যবসায়ী জয়ন্ত গড়াইকে ১০ জানুয়ারি আগ্নেয়াস্ত্র দেখিয়ে অপহরণ করে এমটেক পাশ রাষ্ট্রায়ত্ত সংস্থা ইসিএলের কর্মী সুপ্রিয় খাওয়াশ, বিটেক পাশ সোহম চট্টোপাধ্যায়, সঞ্জীব বিশ্বাস, বিমলেশ কুমার ঠাকুর ও অভিজিৎ চক্রবর্তী। তদন্তে নেমে বুদবুদ থানার পুলিশ ২৬ জনুয়ারি এই পাঁচ জনকে গ্রেফতার করে। তারা সবাই জেল হাজতে রয়েছে। সুপ্রিয় খাওয়াশের নিউটাউনশিপ থানার টেটিখোলার বাড়ি থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
নিউ টাউনশিপ থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের তদন্তে নেমে সোমবার রাতে অন্ডাল থানার কাজোরা থেকে শিবদানি ও অশোককে গ্রেফতার করে পুলিশ। এই দুজন আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিলো সুপ্রিয়কে। মঙ্গলবার ধৃতদের দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
