বড়জোড়ার কারখানায় গলিত লোহায় দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩১ মে ২০২৩: বাঁকুড়ার (Bankura) বড়জোড়ার ঘুটগড়িয়ার একটি বেসরকারি কারখানায় মঙ্গলবার সকাল ১১টা নাগাদ দুর্ঘটনা ঘটে। ক্রেনের তার ছিঁড়ে ল্যাডল নিচে পড়ে গলিত লোহা ছিটকে পড়ে চারপাশে। জখম হন ১৪জন শ্রমিক।
তাঁদের দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে ৮জনকে আইসিইউতে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে মঙ্গলবার গভীর রাতে মৃত্যু হয় মহম্মদ আজিজ নামে এক শ্রমিকের। বিহারের সমস্তিপুরের বাসিন্দা তিনি।
বুধবার ভোরে মৃত্য়ু হয়েছে রমেশ কুমার নামে আরও এক শ্রমিকের। তিনি উত্তরপ্রদেশের মুজফফপুরের বাসিন্দা তিনি। আইসিইউতে থাকা বাকি ৬ শ্রমিকের অবস্থা এখনও সংকটজনক। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।