দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৫ সেপ্টেম্বর ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের পান্ডবেশ্বরে সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা। পথচারীকে ধাক্কা মারে বাইক। পথচারী ও এক বাইক আরোহী, দু’জনের মৃত্যু হয়। দুর্ঘটনার জেরে ৬০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পান্ডবেশ্বর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
পুলিশ জানিয়েছে, মৃত পথচারীর নাম শুভম বাউড়ি (২২)। বাড়ি বীরভূমের ময়নাডালে। মৃত বাইক আরোহী আশিস কোল (২০) এর বাড়ি ফরিদপুর (লাউদোহা) থানার মামাকুঠি এলাকায়। শুক্রবার সকালে মামাকুঠি থেকে ৬০নম্বর জাতীয় সড়ক ধরে বাইকে করে তিনজন রানিগঞ্জের দিকে যাচ্ছিলেন। তখনই দুর্ঘটনাটি ঘটে পান্ডবেশ্বরের বিলপাহাড়ি এলাকায়।
সেই সময় রাস্তা পারাপার করছিলেন শুভম। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে শুভমকে। গুরুতর জখম হন তিনি। অন্যদিকে বাইক থেকে ছিটকে পড়েন আশিস ও তাঁর দুই সঙ্গী। পুলিশ চার জনকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে শুভম ও আশিসের মৃত্যু হয়। বাকি দু’জন এখন ওই হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। বেশ কিছুক্ষণ ৬০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে ধীরে ধীরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। দুর্ঘটনার পরে ওই এলাকায় যান নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি শুরু করেছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।