You are currently viewing রাজস্থান থেকে রাজ্যে এল ২০হাজার বোতল ফেন্সিডিল! দুর্গাপুরে ধৃত ৩

রাজস্থান থেকে রাজ্যে এল ২০হাজার বোতল ফেন্সিডিল! দুর্গাপুরে ধৃত ৩

 উদ্ধার হওয়া ফেন্সিডিলের বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। এসটিএফ সূত্রে খবর, রাজস্থান থেকে দুটি ট্রাকে করে ২০ হাজার বোতল নিষিদ্ধ ফেনসিডিল এই রাজ্যে ঢোকে।

——————————————-

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২ অক্টোবর ২০২৩: রাজস্থান থেকে রাজ্যে এল ২০হাজার বোতল ফেন্সিডিল! পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে অভিযান চালিয়ে রাজ্যের এসটিএফ গ্রেফতার করল ৩ জনকে। রবিবার ও সোমবার রাতে পর পর দু’দিন ফেন্সিডিল উদ্ধারের ঘটনা ঘটল দুর্গাপুরে। রবিবার রাতে দুর্গাপুরের ১৯নং জাতীয় সড়কের পাশে নিউ টাউনসিপ থানার এবিএল মোড় থেকে এসটিএফ অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ২৫ টি বস্তায় ৫০টি বাক্সে ৫হাজার বোতল নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে। গ্রেফতার করা হয় দু’জনকে। সোমবার ফের দুর্গাপুরের গান্ধী মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়ক থেকে আরও একটি ট্রাকে অভিযান চালিয়ে ডিনার সেটের আড়ালে ৭৫ টি বস্তায় দেড়শো বাক্সে প্রায় ১৫ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। গ্রেফতার হয় একজন।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ফেন্সিডিলের বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। এসটিএফ সূত্রে খবর, রাজস্থান থেকে দুটি ট্রাকে করে ২০ হাজার বোতল নিষিদ্ধ ফেনসিডিল এই রাজ্যে ঢোকে। এই ফেন্সিডিলের বোতলগুলি ডানকুনিতে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়। এই চক্র কতদিন ধরে চলছে,, এই চক্রের পিছনে আরও কাদের যোগ রয়েছে, তা খুঁজে বের করতে তদন্ত চালাচ্ছে এসটিএফ।

আরও পড়ুন- মামি শাশুড়িকে কুপ্রস্তাব, বাধা দেওয়ায় মামাশ্বশুরকে খুন, গ্রেফতার জামাই

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply