দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৯ সেপ্টেম্বর ২০২৩: আগামী ২ অক্টোবর কেন্দ্রীয় সরকারের কাছে ১০০ দিনের কাজের বকেয়া মজুরির দাবিতে দিল্লিতে গিয়ে আন্দোলন করার ডাক দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সাংসদ ও বিধায়কদের নিয়ে তিনি সেখানে সোচ্চার হবেন। একই সঙ্গে বকেয়া মজুরি আদায়ের দাবিতে দিল্লিতে সেই আন্দোলনে যোগ দিতে যাচ্ছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের ১০০ দিনের কাজের শ্রমিকরাও।
আরও পড়ুন- দুর্গাপুরে বাংলাদেশি নাবালিকা পাচার চক্রের মূল পান্ডা গ্রেফতার
শুক্রবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলা থেকে চারটি বাসে করে তেমন ২০৫ জন শ্রমিক কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। পতাকা নাড়িয়ে যাত্রার সূচনা করেন দলের জেলা সভাপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। আগামীকাল কলকাতা থেকে ট্রেনে চেপে রাজ্যের বিভিন্ন প্রান্তের শ্রমিকেরা দিল্লি রওনা দেবেন বলে জানা গিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।