
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৭ ফেব্রুয়ারি ২০২৪: দিনটা ছিল ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি। শিলদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বরে থাকা ইএফআর ক্যাম্পে মাওবাদী হামলা হয়। ২৪জন ইএফআর জওয়ানের মৃত্যু হয়। লুট করা হয় মোট ৪৭টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। ইএফআর জওয়ানদের পাল্টা গুলিতে মাওবাদী নেতা সুষেন-সহ মোট ৯ জনের মৃত্যু হয়।
ঘটনার তদন্ত শুরু করে সিআইডি। ২০১০ সালের মে মাসে মোট ২৪ জনের নামে চার্জশিট জমা দেওয়া হয় আদালতে। চার্জশিটে জানানো হয়, ঘটনার মূল চক্রী ছিলেন মাওবাদী নেতা কিষেণজি যাঁর পরে মৃত্যু হয়। মঙ্গলবার মেদিনীপুর অতিরিক্ত জেলা এবং দায়রা আদালতের বিচারক সালিশ শাহী ২৩ জনকে দোষী সাব্যস্ত করেন। দোষীদের বক্তব্য শোনার পর সাজা ঘোষণা হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।