মণিপুরের ঘটনার তদন্তে সিবিআইয়ের ২৯ জন মহিলা আধিকারিক

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৭ আগস্ট ২০২৩: মণিপুরের হিংসার ঘটনার তদন্তে সিবিআই (CBI) মোট ৫৩ জন আধিকারিকের টিম তৈরি করেছে। তার মধ্যে ২৯ জনই মহিলা আধিকারিক। জানা গিয়েছে, টিমের প্রধান সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর ঘনশ্যাম উপাধ্যায়। কোনও ঘটনার তদন্তে যাতে পক্ষপাতিত্বের অভিযোগ না ওঠে সেজন্য মণিপুরের কোনও আধিকারিককে টিমে রাখা হয়নি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।