দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারের ভুয়ো স্ট্যাম্প বানিয়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বের করে আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে কোকওভেন থানার পুলিশ। একটি জাল বন্দুকের লাইসেন্সের অভিযোগের তদন্তে নেমে বৃহস্পতিবার সন্ধ্যায় কুলটি থেকে বিকি যাদবকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করে পুলিশ জানতে পারে, কয়েকজন মিলে একটি জাল চক্র চালাচ্ছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
তাকে জেরা করে গ্রেফতার করা হয় বিহারের বক্সারের ধর্মেন্দ্র উপাধ্যায়, আসানসোল দক্ষিণ থানা এলাকার রাকেশ বার্নওয়াল ও কৈলাস সুনহাওয়ানকে। উদ্ধার হয় ৩৪টি ভুয়ো স্ট্যাম্প, ২টি জাল বন্দুকের লাইসেন্স, বন্দুকের লাইসেন্সের ৬টি বুকলেট এবং একটি দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা জানতে পুলিশ তাদের জেরা করছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা জানান, আরও কারা এর সঙ্গে যুক্ত আছে তাদের খোঁজে তল্লাশি চলছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।