October 3, 2023

কৃষ্ণনগরের অষ্টম শ্রেণির ছাত্র খুনে চাঞ্চল্যকর তথ্য

দুর্গাপুর দর্পণ, নদিয়া, ২৮ আগস্ট ২০২৩: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক কিশোরকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে তারই তিন বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। নদিয়ার (Nadia) কৃষ্ণনগর কোতোয়ালি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঘূর্ণি যদুনাথ পল্লির ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিজয় রায় (১৪)। ঘূর্ণি হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট সন্ধ্যায় তাকে ডেকে নিয়ে যায় তার কয়েকজন বন্ধু। তারপর থেকে আর তার খোঁজ ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোনও লাভ না হওয়ায় পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শনিবার দুপুরে ঘূর্ণি এলাকা থেকে পুলিশ তার ৩ নাবালক বন্ধুকে আটক করে।

জানা গিয়েছে, জেরার মুখে ধৃতরা ভেঙে পড়ে স্বীকার করে যে তারা বিজয়কে খুন করেছে। এরপরেই হিজুলি এলাকা থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার হয় বিজয়ের। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গেমিং ল্যাপটপ কেনার জন্য তিন বন্ধু ১ লক্ষ টাকা করে বিজয়ের কাছে দাবি করে। টাকা না দেওয়ায় বিজয়কে শ্বাসরোধ করে খুন করে তারা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!