Breaking. স্নান করতে নেমে বুদবুদে তলিয়ে গেল ৩ যুবক

দুর্গাপুর দর্পণ, বুদবুদ: স্নান করতে নেমে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) বুদবুদের গোবিন্দনগরে তলিয়ে গেল ৩ যুবক। বুদবুদ থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে চার যুবক গোবিন্দপুরের জলাশয়ের ধারে পিকনিক করছিল। ওদের মধ্যে তিন যুবক জলাশয়ে নেমে তলিয়ে যায়। এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। স্থানীয়রা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
খবর দেওয়া হয় বুদবুদ থানার পুলিশকে। পুলিশ এবং দমকল বাহিনী পৌঁছায়। তলিয়ে যাওয়া তিন যুবকের নাম প্রীতম পাঁচাল, কৌশিক পাল ও অরিত্র পাল। আর এক বন্ধু লোকনাথ সাহার কথায়, তারা ওই জলাশয়ের ধারে পিকনিক করছিল। সে কৌশিককে চেনে। বাকিরা কৌশিকের বন্ধু ছিল। হাত পা ধুতে নেমেছিল। তবে কীভাবে তলিয়ে গেল বুঝে উঠতে পারছে না সে। এসিপি (কাঁকসা) সুমন কুমার জয়সওয়াল বলেন, “তিনজন তলিয়ে গিয়েছে। তাদের মধ্যে একজনের নিথর দেহ উদ্ধার হয়েছে। বাকিদের সন্ধানে তল্লাশি চলছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।