দুর্গাপুর দর্পণ, ২৮ মে ২০২৪: বাথরুমের ভিতর কিলবিল করছে ৩০টা সাপ! বাথরুমের দরজা খুলতেই এই দৃশ্য দেখে হাড় হিম হয়ে যায় বাড়ির মালিকের। আতঙ্কে বাড়়ি ছেড়ে বাইরে চলে আসেন তিনি। ঘটনাটি ঘটেছে অসমের (Assam) নগাঁও জেলার কালিয়াবোরে। খবর পেয়ে সাপ দেখতে ভিড় জমান স্থানীয়রা।
বাথরুমের দেওয়ালের ফাটলের মধ্যে একে অপরের সঙ্গে জড়িয়ে ছিল কিছু সাপের বাচ্চা। আবার কয়েকটিকে দেখা যায় ঘুরে বেড়াচ্ছে মেঝেয়। খবর দেওয়া হয় সাপ উদ্ধারকারী সঞ্জীব ডেকাকে। তিনি এসে মোট ৩০ টি সাপ উদ্ধার করেন। তিনি জানান, সদ্য ডিম ফুটে বের হয়েছে ওই সাপগুলি।
अबब…. एका घरात 30 हून अधिक साप आले बाहेर😱
धक्कादायक आसाममधील एका घरातील बाथरूममधून 30 हून अधिक साप बाहेर आले, हा व्हिडिओ सोशल मीडियावर व्हायरल होत आहे#snakes #assam #trendingvideos #viralvideos pic.twitter.com/5qqbfDSfNd— Tarun Bharat News (@tbdnews) May 27, 2024
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
তবে জঙ্গল ছেড়ে বাথরুমে সাপের ডিম দেওয়া এবং বাচ্চা হওয়ার ঘটনায় বিস্মিত স্থানীয়রা। মনে করা হচ্ছে, সম্ভবত বাথরুমের পিছন দিকে সাপ ডিম পেড়েছিল। ডিম ফোটার পর নিকাশি পাইপের ভিতর দিয়ে বাথরুমের মধ্যে ঢুকে পড়ে সাপের বাচ্চাগুলি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।