September 28, 2023

Durgapur News: দুর্গাপুরে ভাড়া থেকে জয়েন্টে তৃতীয় ও পঞ্চম

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৬ মে ২০২৩: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় রাজ্যে তৃতীয় ও পঞ্চম স্থান অধিকার করেছে যথাক্রমে সারা মুখার্জি ও অয়ন গোস্বামী। অয়নের বাবা উজ্জ্বল গোস্বামী মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মী। পরিবার ভাড়া থাকে দুর্গাপুরের সেপকো টাউনশিপে। অন্যদিকে সারার বাবা সঞ্জীব মুখার্জি দুর্গাপুরের ব্যবসায়ী। সারা বাঁকুড়ার একটি বেসরকারি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক দিয়ে দুর্গাপুরে ভাড়া থেকে একটি বেসরকারি সংস্থার কোচিং নিয়েছে।

অয়নের দাদা কলকাতা মেডিক্যাল কলেজের ডাক্তারির ছাত্র। তবে অয়ন আইএসআইয়ে ম্যাথামেটিক্স নিয়ে অথবা যাদবপুর ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চায়। জেইই অ্যাডভ্যান্সড পরীক্ষার ফলের দিকেও তাকিয়ে আছে সে। অন্যদিকে সারাও জেইই অ্যাডভ্যান্সড পরীক্ষার ফলের দিকে চেয়ে আছে। কারণ তার লক্ষ্য, খড়গপুর আইআইটি থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করা। অয়ন জানায়, সে চেয়েছিল দশের মধ্যে থাকতে। পঞ্চম হয়ে খুব খুশি। অন্যদিকে সারা জানায়, পরীক্ষায় ভালো ফল হবে এটা সে জানতো। তবে তৃতীয় হবে তেমন আশা করেনি।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: