দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রাত পোহালেই বিশ্বকর্মা পুজো। নিম্নচাপের জেরে চরম দুশ্চিন্তায় পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে মৃৎশিল্পীরা। বহু জায়গায় ঝোড়ো হাওয়ায় উড়ে গিয়েছে মাথার ত্রিপল। বৃষ্টির জলে গলে গিয়েছে কাঠোমার মাটি। কী ভাবে বিশ্বকর্মা প্রতিমা ডেলিভারি দেবেন বুঝে উঠতে পারছেন না মৃৎশিল্পীরা। অনেকে ঘুঁটের আগুন জ্বালিয়ে, গ্যাসের বার্নার জ্বালিয়ে প্রতিমা শুকোনোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
দুর্গাপুরের প্রায় সব কুমোর পাড়াতেই একই হাল। লাউদোহার সরপি এলাকার মৃৎশিল্পী নয়ন মনি দত্ত জানান, পাঁচ দিন ধরে নিম্নচাপের ফলে বিশ্বকর্মা থেকে মনসা এমন কী দুর্গা প্রতিমাও জলে ভিজে গিয়েছে। তিনি জানান, প্রায় ৫০ জন কারিগর রয়েছেন কারখানায়। তিনি খনি অঞ্চল ছাড়াও বাঁকুড়াতেও প্রতিমা সরবরাহ করে থাকেন। তিনি বলেন, প্রতিমা তৈরির খরচ বেড়েছে। কারিগরদের মজুরি বেড়েছে। তার উপর আবহাওয়ার এই পরিস্থিতিতে আমরা চরম দুশ্চিন্তায় পড়ে গিয়েছি।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।