পঞ্চায়েত ভোটে ৫০ হেভিওয়েট তৃণমূল নেতা ঘুরবেন জেলায় জেলায়, তাঁরা কারা?

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৭ জুন, ২০২৩: পঞ্চায়েত ভোটে (WB Panchayat Election 2023) ৫০ জন হেভিওয়েট তৃণমূল (TMC) নেতা ঘুরবেন জেলায় জেলায়। আগামী ১৫-২০ দিন তাঁরা থাকবেন জেলায়। প্রচারে যোগ দেবেন। জনসংযোগও করবেন। শনিবার তৃণমূলের বৈঠকে ঠিক করে দেওয়া হয়েছে, কোন জেলায় কে যাবেন।
জানা গিয়েছে, এই তালিকায় থাকছেন মন্ত্রী, সাংসদ, বিধায়ক থেকে রাজ্যস্তরের নেতা-নেত্রীরা। তবে দরকার হলে সংখ্যাটা বাড়ানোও হতে পারে বলে ইঙ্গিত মিলেছে দলের তরফে। তালিকায় থাকছেন মন্ত্রী ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, শশী পাঁজা, বীরবাহা হাঁসদা প্রমুখ।