
দুর্গাপুর: নেতাজির জন্মদিনে বৃহস্পতিবার সকালে দুর্গাপুরে ৫কিমি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। লায়ন্স ক্লাবের উদ্যোগে সকালে সিটি সেন্টারের একটি শপিং মলের সামনে থেকে শুরু হয় 5K ম্যারাথন দৌড়। নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। তারপরে ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, এসিপি (ট্রাফিক থ্রি) রাজকুমার মালাকার সহ প্রশাসনিক আধিকারিক ও লায়ন্স ক্লাবের কর্মকর্তারা। মহকুমা শাসক বলেন, “আজকের ম্যারাথন দৌড় যুব সমাজকে বাড়তি প্রেরণা জোগাবে। সুস্থ ও ভালো থাকতে গেলে শরীরচর্চা ও প্রাতঃভ্রমণ জরুরী।”
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
