দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দিল্লির এক ব্যবসায়ীর এক কোটি এক লক্ষ টাকা লুঠের ঘটনায় ধৃত দুই পুলিশ অফিসার, এক বরখাস্ত পুলিশ কর্মী সহ ৬ জনকে শনিবার তোলা হল দুর্গাপুর আদালতে। বৃহস্পতিবার আসানসোল থেকে কলকাতা যাওয়ার পথে দুর্গাপুরে পিয়ালা কালী বাড়ির কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে ক্রাইম ব্রাঞ্চের পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন দিল্লির ব্যবসায়ী মুকেশ চাওলাকে চমকে টাকার ব্যাগ লুঠ করে চম্পট দেয়। তিনি একজন রেলের ঠিকাদার। কলকাতা যাচ্ছিলেন নগদ ১ কোটি ১ লক্ষ টাকা জমা দিতে। সেই সময় ঘটনাটি ঘটে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বৃহস্পতিবার গভীর রাতে মুকেশবাবু দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সঙ্গে সঙ্গে তদন্তে নামে। গ্রেফতার করা হয় দুর্গাপুর থানার এএসআই অসীম চক্রবর্তী, সিআইডির বম্ব স্কোয়াডের এএসআই চন্দন চৌধুরী, পুলিশের চাকরি থেকে বহিষ্কৃত অফিসার মৃত্যুঞ্জয় সরকার, দুর্গাপুরের রানা প্রতাপের আশীষ মার্কেটের বাসিন্দা সুভাষ শর্মা, উত্তরপ্রদেশের মোহনপুরের বাসিন্দা মনোজ কুমার সিং, দুর্গাপুরের ধান্ডাবাগের বাসিন্দা সুরজ কুমার রাম।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসীমকে এর আগে কোকওভেন থানায় কর্মরত অবস্থায় অপরাধমূলক একটি কাজে জড়িত থাকার ঘটনায় সতর্ক করা হয়েছিল। মুর্শিদাবাদের বাসিন্দা মৃত্যুঞ্জয় পশ্চিম মেদিনীপুরে এইটথ ব্যাটেলিয়ানে থাকাকালীন অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে মামলা রুজু হয়েছিল। ২০২২ সালে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, ” এই ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আরও কারা এর সঙ্গে যুক্ত আছে তা খুঁজে বের করা হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।