অনাহারে মৃত্যুর ৬০ জন শিশুর

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১ জুন ২০২৩: সেনাবাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে সুদানে। ফলে সে দেশের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। এরই মধ্যে সুদানের রাজধানী খারতুমের একটি অনাথ আশ্রমে আটকে পড়ে বেশ কিছু শিশু। খাবারের অভাবে তাদের মধ্যে ৬০ জন শিশু মারা গেছে। বেশিরভাগই খাবারের অভাব এবং জ্বরে ভুগে মারা গেছে বলে জানা যাচ্ছে।
অনাথ আশ্রমের এক কর্মী জানান, গত সপ্তাহে গোলাবর্ষণের ফলে অনাথ আশ্রমের বাড়ির একটি অংশ ধুলিস্যাৎ হয়ে যায়। বাচ্চাদের সরিয়ে অন্য ঘরে রাখা হয়েছিল। কিন্তু ক্রমাগত শিশুদের মৃত্যু হয়ে চলেছে। কর্মীদের তোলা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা চাদরে বাঁধা শিশুদের মৃতদেহগুলি কবর দেওয়ার জন্য অপেক্ষা করছেন তাঁরা। অনাথ আশ্রমের কর্মীরা জানিয়েছেন আরও শিশু মারা যেতে পারে। তাঁদের আর্জি শিশুদের দ্রুত সরিয়ে নেওয়া হোক এখান থেকে।