দুর্গাপুর দর্পণ, মঙ্গলকোট, ২৫ ফেব্রুয়ারি ২০২৪: পূর্ব বর্ধমান জেলার (Purba Bardhaman) মঙ্গলকোট থানার পুলিশ শুক্রবার গভীর রাতে কোঁয়ারপুর এলাকা থেকে ৭ টি অবৈধ বালির ট্রাক পাকড়াও করেছে। এই ট্রাকগুলিতে বালি নিয়ে যাওয়ার কোনও অনুমতি ছিল না বলে জানিয়েছেন মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ। দুটি ফৌজদারি মামলা রুজু হয়েছে। ট্রাকগুলিকে থানায় আনা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলকোটের প্রায় ২০ কিমি দীর্ঘ অজয় নদের মধ্যে রয়েছে বেশ কয়েকটি বালিঘাট। মঙ্গলকোটের দিকে যেমন বালি তোলা হয় তেমনই অজয়ের ওপারে বীরভূমের নানুরের অবৈধ বালির কারবারিরাও ওদিকে জল থাকায় এদিকে মঙ্গলকোট এলাকা থেকে বালি চুরি করে বলে অভিযোগ। এর জেরে মাঝে মাঝে মঙ্গলকোট এলাকায় অশান্তির ঘটনাও ঘটে।
কোন ঘাটের লিজ শেষ হয়েছে, কোন ঘাটে কত পরিমাণ বালি উত্তোলন করার অনুমতি আছে, তার বিস্তারিত তথ্য থাকে ভূমি সংস্কার দফতরের হাতে। সেই সব তথ্য পুলিশের হাতে তুলে দিলে পুলিশের অভিযান চালাতে সুবিধা হবে বলে ওয়াকিবহাল মহলের মত। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।