You are currently viewing ৭ লক্ষ সরকারি ‘জয় বাংলা’ রাখি তৈরির বরাত পেলেন কালনার শিল্পীরা

৭ লক্ষ সরকারি ‘জয় বাংলা’ রাখি তৈরির বরাত পেলেন কালনার শিল্পীরা

দুর্গাপুর দর্পণ, কালনা, ১৮ আগস্ট ২০২৩: ৭ লক্ষ সরকারি ‘জয় বাংলা’ রাখি তৈরি করবেন পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কালনার (Kalna) শিল্পীরা। কালনার শিল্পীদের তৈরি রাখির বরাবর সুনাম রয়েছে। রাজ্যে অন্যত্র তো বটেই, ভিন রাজ্যে, এমনকী বিদেশেও পাড়ি দেয় এখানকার রাখি। এবার সরকারও সরাসরি তাঁদের কাছ থেকেই রাখি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রাখি বন্ধন উৎসবের আগে রাজ্যের সংস্কৃতি দিবস পালন করা হবে। সেই উৎসবের জন্য ৬ লক্ষ ৭২ হাজার ‘জয় বাংলা’ রাখির বরাত দেওয়া হয়েছে সংস্থাটিকে। বেশি রোজগারের আশায় খুশি রাখি শিল্পীরা। প্রসঙ্গত, কালনা মহকুমায় রাখি তৈরীর কারখানাগুলির সঙ্গে যুক্ত কয়েক হাজার শিল্পী। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply