দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩ আগস্ট ২০২৪: টানা বর্ষণের জেরে এবং মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়ার দরুণ পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ডিভিসি ব্যারাজে জলের চাপ বাড়ছে। তাই ব্যারাজ থেকে জল ছাড়া শুরু হয়েছে। শনিবার দুপুরে ব্যারাজ থেকে প্রায় ৭০ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে বলে জানা গিয়েছে। তবে এর জন্য ব্যারেজের নিম্নভাগ বন্যাপ্লাবিত হওয়ার আশঙ্কা এখন নেই বলে সেচ দফতর সূত্রে জানা গিয়েছে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির জেরে ব্যারাজের জলের পরিমাণ বেড়ে যাওয়ায় শুক্রবার জল ছাড়া হয়েছিল প্রায় ২০ হাজার কিউসেক। শনিবার তা বেড়ে ৭০ হাজার হয়। তবে ফের বৃষ্টি হলে ও মাইথন, পাঞ্চেত থেকে বেশি জল ছাড়া হলে দুর্গাপুর ব্যারাজ থেকেও জল ছাড়ার পরিমাণ বাড়বে বলে সেচ দফতর সূত্রে জানা গিয়েছে। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।