প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ৭১ বছর বয়সী মহিলা বাড়ি ফিরলেন ক্যান্সার মুক্ত হয়ে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: অ্যাপেনডিক্সের বিরল টিউমার নিয়ে অক্টোবরে হাসপাতালে এসেছিলেন ৭১ বছরের ওই মহিলা। সার্জিক্যাল অনকোলজিস্ট এবং রোবোটিক সার্জন ডা. অর্ণব চক্রবর্তী পরীক্ষা করে দেখেন, তাঁর পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। পেটের ভিতরে প্রায় ২০ লিটার জেলির মতো পদার্থে ভরে গিয়েছে। দ্রুত ব্লাড প্রেসার ও পালস রেট নামছিল। সেই দিনই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। পাঁচ ঘন্টা ধরে কার্যত যুদ্ধ চলে অপারেশন টেবিলে। মহিলার Rright Hemicolectomy with limited Peritonectomy করা হয়। দেড় ফুটের পুরো bowel কেটে বাদ দিতে হয়।
বায়োপসি রিপোর্টে জানা যায়, খুবই বিরল একটি রোগ, যা ৫ লক্ষ মানুষের মধ্যে ১ জনের হয়, সেই low grade appendiceal mucinous neoplasm-এ আক্রান্ত হয়েছিলেন তিনি। কেমোথেরাপি করা যাবে কী না তা নিয়ে স্পষ্ট কোনও ধারণা নেই। তবে তিনি খুব সাহসী ও শক্ত মহিলা। অস্ত্রোপচারের পরে তিনি দ্রুত ঘুরে দাঁড়ান। তাঁর কেমোথেরাপি করা হয়। দ্বিতীয় তথা চৃড়ান্ত অস্ত্রোপচারের পরে তিনি ক্যান্সার মুক্ত হয়ে ওঠেন। সব ধরণের পরীক্ষা করে দেখা যায় ক্যান্সারের কোনও লক্ষ্মণ আর নেই। তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
ডা. অর্ণব চক্রবর্তী জানান, হাসপাতালের চেয়ারম্যান ডা.সত্যজিৎ বোসের অক্নান্ত প্রচেষ্টায় এবং হাসপাতালের চিকিৎসক, স্টাফ নার্স সহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় মিশন হাসপাতালে ক্যান্সারের যুগান্তকারী চিকিৎসা সম্ভব হচ্ছে। তিনি বলেন, “ক্যান্সারের ক্ষেত্রে যত শীঘ্র সম্ভব চিকিৎসা শুরু করা যাবে, তত তাড়াতাড়ি আরোগ্য লাভ সম্ভব। প্রাথমিক পর্যায়ে আমাদের কাছে এলে আমরা ৯০ শতাংশ ক্ষেত্রে আমরা সুস্থ করে তুলতে পারি।” ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

