দুর্গাপুর, ৭ মে ২০২৪: গত ৫ মে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এর প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় সঙ্গীতানুষ্ঠান ‘গুঞ্জন’। ঝর্ণা মেমোরিয়াল সঙ্গীত অ্যাকাডেমির উদ্যোগে এবং শুদ্ধকল্যাণ সঙ্গীত সংস্থার সহযোগিতায় এই সান্ধ্যকালীন সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মূলত শাস্ত্রীয় এবং উপশাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন বিভিন্ন বয়সী সঙ্গীত শিক্ষার্থী ও শিল্পীরা। অনুষ্ঠানে শ্রোতাদের মধ্যে উপস্থিত ছিলেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও আচার্য্য বিমল মিত্র, রবীন্দ্র সঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলাবাদক সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়, শিল্পী মধুমিতা মিত্র প্রমুখ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।