দুর্গাপুর: বর্ধমান কেন্দ্রীয় বিদ্যালয়ে ‘গ্রিন স্কুল অ্যাক্টিভিটি’ নিয়ে বক্তব্য রাখলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক তথা শিক্ষারত্ন ড. সুভাষচন্দ্র দত্ত। বর্ধমান কেন্দ্রীয় বিদ্যালয়ের ‘পিএম শ্রী’ প্রকল্পের অধীন ‘ইকো ক্লাব’ তাঁকে এক্সপার্ট টক দেওয়ার জন্য আমন্ত্রণ জানায়। পঞ্চম থেকে নবম শ্রেণী এবং ইকো ক্লাবের সমস্ত ছাত্রীরা ছাড়াও শিক্ষক-শিক্ষিকা এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের অধ্যক্ষ অভিজিৎ সাহা ইকো ক্লাব ও পরিবেশ রক্ষার গুরুত্ব ব্যাখ্যা করেন।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
ড. সুভাষ চন্দ্র দত্ত গ্রিন স্কুল অ্যাক্টিভিটি করে তাঁর স্কুলে কী ভাবে বিভিন্ন পুরস্কার নিয়ে এসেছেন, বিভিন্ন গবেষণামূলক কাজ ছাত্র-ছাত্রীদের মাধ্যমে করিয়ে কীভাবে স্কুলকে দিশা দেখান তা উল্লেখ করেন স্কুলের বায়ো সায়েন্সের শিক্ষক তথা ইকো-ক্লাব ইনচার্জ, অতনু মাঝি। সুভাষবাবু ছাত্র-ছাত্রীদের কাঞ্চননগর হাই স্কুলের জীববৈচিত্র্য বিশেষ করে পেঁচাদের থাকার বা পাখিদের থাকার আর্টিফিশিয়াল নেস্ট বা কৃত্রিম বাসা দেখতে যাওয়ার জন্য অনুরোধ করেন। ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলাপচারিতায় মাতেন তিনি। তাদের নানা প্রশ্নের উত্তর দেন। কী ভাবে জীববৈচিত্র্য সম্পন্ন স্কুল সহজে বানানো যায় তা ব্যাখ্যা করেন। তিনি জানান, এই ধরনের কর্মসূচী প্রতিটি বিদ্যালয়ে নেওয়া উচিত যাতে কমিউনিটি ও স্কুলের মেলবন্ধনের মাধ্যমে পরিবেশ দূষণ ও মানসিক দূষণ দূর হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।