দুর্গাপুরের পুকুরে ভাসল ‘স্বপ্নের টাইটানিক’ — ছোটনের নতুন ম্যাজিক!
ছোটনের প্রতিভায় অবাক নেটদুনিয়া
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শতাব্দী পেরিয়ে গেলেও ব্রিটিশ আমলের টাইটানিক জাহাজের গল্প এখনও মানুষের হৃদয়ে অম্লান। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ৩৫ নম্বর ওয়ার্ডের দুবচুরুরিয়া এলাকার যুবক ছোটন ঘোষ তৈরি করলেন টাইটানিকের প্রতিরূপ। যাত্রী সহ জলাশয়ে ভাসল ছোটনের সেই টাইটানিক। যাত্রা শেষে সফলভাবে ডাঙায় ফিরে এল জাহাজ- যা দেখে বিস্ময়ে চোখ কপালে শহরবাসীর! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।
বছর তিরিশের ছোটন ঘোষ পেশায় ফুলের সাজসজ্জার ব্যবসায়ী। মাধ্যমিকের পরে আর পড়াশোনা করা হয়নি। বাবা ধ্রুবময়বাবুর গ্যারেজে নানা যন্ত্রপাতির প্রতি তার কৌতূহল ছিল ছোট থেকেই। সেই সব নিয়ে বাবার গ্যারেজেই শখের বসে নিত্য নতুন কিছু বানানোর নেশায় মগ্ন ছোটন। আজ তাঁর পরিচয় ‘শিল্পাঞ্চলের মিনি সায়েন্টিস্ট’। তাঁর হাত দিয়ে বেরিয়েছে একের পর এক উদ্ভাবন। সে ১০ সিটের সৌরবিদ্যুৎচালিত বাইক হোক, প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি চন্দ্রযান-৩ মডেল, মানববাহী ড্রোন থেকে শুরু করে বিস্কুট দিয়ে তৈরি অযোধ্যার রামমন্দির ও দীঘার জগন্নাথ ধামের প্রতিরূপ—সবই ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের ঘটনার পরপর তিনি নারীদের সুরক্ষায় তৈরি করেছিলেন টিজার গান। এবার ছোটন তৈরি করেছেন টাইটানিক জাহাজ। ছোটন বলেন, “টাইটানিক জাহাজের কথা আমরা সবাই জানি। সেই জাহাজে চড়ার সুযোগ পাওয়া আর সম্ভব নয়। তাই সেই জাহাজের প্রতিরূপ তৈরি করেছি।” সেই জাহাজ টেনে নিয়ে গিয়ে পুকুরে যাত্রীসহ ভাসানো হয়। পুকুর পাড়ে ভিড় জমে যায় জাহাজ দেখতে। যাত্রা শেষে জাহাজ আবার নোঙর ফেলে পাড়ে। সব মিলিয়ে সে এক হৈ হৈ ব্যাপার! দুর্গাপুরের যুবক ছোটন ঘোষ এভাবেই ফের তাক লাগালেন তাঁর বিস্ময়কর উদ্ভাবনী প্রতিভায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


