You are currently viewing Durgapur : মাছ ধরার জালে উঠল প্রায় ৬ ফুটের ময়াল বাচ্চা

Durgapur : মাছ ধরার জালে উঠল প্রায় ৬ ফুটের ময়াল বাচ্চা

বস্তায় সাপটিকে ভরা হয়। বস্তা থেকে সাপটি তুলতে গেলে স্থানীয় এক যুবকের হাত রক্তাক্ত করে দেয় সাপটি।

——————————————-

দুর্গাপুর দর্পণ, কাঁকসা, ১৭ নভেম্বর ২০২৩: মাছ ধরার জালে উঠল প্রায় ৬ ফুটের ময়াল বাচ্চা! পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসার বামুনারা শিল্পতালুকের সামনে ছোট বাঁধ নামের জলাশয় থেকে। এর জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বন দফতরের কর্মীরা সেটিকে উদ্ধার করে নিয়ে যান।

স্থানীয়রা জানান, মাছ ধরার জন্য রাতে জাল পেতে রাখা হয়েছিল ছোট বাঁধে। সকালে জাল তুলতে গিয়ে দেখা যায়, একটি প্রায় ৬ ফুটের ময়াল সাপের বাচ্চা ধরা পড়েছে জালে। স্থানীয় বাসিন্দারা খবর দেন বন দফতরে। বনকর্মীরা আসেন। বস্তায় সাপটিকে ভরা হয়। বস্তা থেকে সাপটি তুলতে গেলে স্থানীয় এক যুবকের হাত রক্তাক্ত করে দেয় সাপটি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply