দিওয়ালিকে জাতীয় ছুটি ঘোষণায় বিল পেশ মার্কিন মুলুকে

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৭ মে ২০২৩: আমেরিকায় (USA) বিপুল জনপ্রিয় দিওয়ালি উৎসব (Diwali Festival)। এবার দিওয়ালিকে জাতীয় ছুটি ঘোষণায় বিল পেশ করা হল কংগ্রেসে। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে বিলটি পেশ করেন নিউ ইয়র্ক সিক্সথ ডিস্ট্রিক্টের প্রতিনিধি গ্রেস মেং।
নিউ ইয়র্ক কাউন্সিলের ভারতীয় বংশোদ্ভূত সদস্য শেখর কৃষ্ণণ নতুন বিলটিকে সমর্থন করে বলেন, নিউ ইয়র্ক প্রশাসনে নির্বাচিত প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে এই বিলটিকে সমর্থন করছি। এজন্য অত্যন্ত গর্বিত বোধ করছি।