গণনাকেন্দ্রের বাইরে হামলা হয় বিজেপি প্রার্থীর উপর, তিনদিন পরে মারা গেলেন তিনি

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৪ জুলাই ২০২৩: এবারের পঞ্চায়েত ভোটের (Panchayat Election) এক বিজেপি প্রার্থীর মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বিষ্ণুপুরে। বিষ্ণুপুর ১ নম্বর ব্লকের দড়িকেওড়াডাঙা গ্রাম পঞ্চায়েতের প্রার্থী ছিলেন তিনি। গণনাকেন্দ্রের বাইরে তার উপর হামলা হয়। মারধর করা হয় তাঁকে। পুলিশ জানিয়েছে, মৃত ওই বিজেপি প্রার্থীর নাম ভোলানাথ মন্ডল (৪৫)। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
পরিবারের অভিযোগ, মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই ভোলানাথ মন্ডলকে মনোনয়ন প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হচ্ছিল। এরপর ২২ জুন বন্দুকের বাঁট দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। আমতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে তিনি ভোটে লড়েন। ১১ জুলাই গণনাকেন্দ্র থেকে বেরোনোর সময় তাঁকে ফের মারধর করা হয় বলে অভিযোগ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।